রাঙা প্রভাত ডেস্কঃ পা’চার হ’ওয়ার প্রায় এক বছর পর ভারতের পশ্চিমবঙ্গ থেকে এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে বিএসএফ।উড়িষ্যার জনপ্রিয় ইংরেজি গ’ণমাধ্যম অমকম নিউজ জানিয়েছে, গত বছর জুলাইতে ওই তরুণীকে চাকরি দেয়ার কথা বলে ভারতে পাচার করে একটি চক্র।
সোমবার দুপুর বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই তরুণীর পাশাপাশি তরীকুল গাজী (৩১) না’মের এক ভারতীয় প্রতারককে আটক করে বি’এসএফ।তরীকুল জিজ্ঞাসাবাদে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এই তরুণীকে তিনি বাংলাদেশে পাঠাচ্ছিলেন।তরীকুলের দাবি, তার বন্ধু আলমগীর ওই তরুণীকে তা’র কাছে দেয়। ১ হাজার রুপির বিনিময়ে তাকে বাংলাদেশে পাঠানোর কথা ছিল তার।বিএসএফ বি’বৃতিতে জানিয়েছে, ‘উদ্ধার হওয়া তরুণী গত বছর ভারতে এসে বনগায়ে এক মাস থাকেন।
এরপর কলকাতার বহুল আলোচিত যৌনপল্লি সোনাগাছিতে ঠাঁই হয়। সেখানে ১৫ দিন থাকার পর বে’ঙ্গালুরু পালিয়ে যান। কিন্তু সেখানেও তাকে যৌনকর্মীর কাজ করতে হয়।’দেশটির আরেকটি গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের অক্টোবরে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়।

দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বে’ঙ্গালুরুতে বাসাভাড়া নিয়ে থাকা শুরু করেন। এভাবে কেটে যায় আট মাস। সেখানে বসে মায়ের অ’সুস্থতার খবর পেয়ে নিজের শহর গাইবান্ধায় ফেরার পরিকল্পনা করেন।ভুক্তভোগী এই তরুণী পরিবারের বড় মেয়ে।
গত ব’ছর তা’র বাবা মা’রা যাওয়ার পর চাকরি খুঁজতে থাকেন। এরপর রুপা নামের এক ভারতীয় নারীর খপ্পরে পড়ে দেশটিতে যান।বিএসএফ জানিয়েছে, ভুক্তভোগী তরুণীকে স্বরূপনগর পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

Share.
Exit mobile version