রাঙা প্রভাত ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৮৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে।
শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে। এনডিটিভি ও রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

দেশটিতে এ পর্যন্ত ১২ লাখ রোগী সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আক্রান্তের পর সুস্থতার হার ৭৪ দশমিক ৩০ শতাংশ।

করোনায় দক্ষিণ এশিয়ার দেশটিতে ৫৪ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৮৩ জনে। করোনায় ভারতে প্রাণহানির হার এক দশমিক ৮৯ শতাংশ।

এশিয়ায় সবচেয়ে বেশি মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে ভারতে, আর সারা বিশ্বে তৃতীয়। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত।

Share.
Exit mobile version