হৃদকাব্য
মিন্টু রায়

আমাদের ছুঁয়ে থাকার সময়কে ঘিরে–
আকাশ বন্ধনী আলো ছুঁয়ে থাকে চাঁদ,
মিতব্যয়ী দৃষ্টি চেনা পরিমিত সুখ…
স্বপ্নের সহমরণে প্রতিশ্রুতি আমাদের।

আমাদের হৃদয় হবে হৃদয়ের কথা হবে,
আমরা রবো না ঠিক আমাদের মত ;
হৃদয় হব হৃদয়ের কথা হব —নেশায় ভরা।

ঘাসফড়িংয়ের মতো মটরদানা চোখ,
স্বচ্ছ হৃদয়, স্বচ্ছ অঙ্গীকার,
শুকনো ডাল আর সবুজ পাতা…
অভিন্ন নিঃশ্বাসে বীজবোনা উত্তাপ।
ঠোঁটে ঠোঁট রাখে আমাদের বিশ্বাস,
এভাবেই তো আমাদের পৃথিবি, আমাদের বসতি।

Share.
Exit mobile version