কালবৈশাখীর মেয়ে ১৩
ছোটন্দ্রনাথ চক্রবর্তী

তুমি আমার এই কুখনে
বুকের মাঝে হঠাৎ জাগা
পুরুষ বেলায় চর-
হাজার হাতির শক্তি জোড়া
লক্ষ ছুরির তীক্ষ্ণ ধারে
মাংস কাটার ঘর।

সেই জমিনের কসাই আমি
বুকজোড়া দেখ ইচ্ছে পোড়া
দগদগে এক ঘা-
যদিও তোমার ফুরন্ত রোদ
তবুও দেখো উঠলো জেগে
শামুক ঘুমের গা।

গা জুড়ে আজ প্রচন্ড শীত
চমকে গিয়ে কাপন ধরে
যাচ্ছি পুড়ে জ্বরে-
আজকে এমন বৃষ্টিবেলায়
ভয় বাড়ে খুব ভয় করে খুব
একলা একার ঘরে।

 

Share.
Exit mobile version