পরী
সিলভীয়া পান্ডীত

আকাশ ভরা জোছনা দেখে,
গল্প আমার গেল থমকে।
ছোট্ট মেয়েটি বললো এসে
যাবে নিয়ে আমায় তারার দেশে?
রূপকথা নয়, নয় কল্পকথা,
সবকথা তাই একসুরে গাঁথা।

ছোট্ট মেয়েটি বললো হেসে,
দুলিয়ে বেনী আর লাল ফিতে।

আসবো না আর কখনই ফিরে,
তোমাদের এই ধরনীতে।
যদি যেতে পারি তারার দেশে,
থাকবো সেথায় পরীর বেশে
স্বপ্নে দেখা রাজকুমার এর সাথে।

Share.
Exit mobile version