// অমানবিক উপমা //

সভ্যতার মানবতা চর্চায়;
রাজপথ এক অমানবিক উপমা-
যার বুকে লেপ্টে আছে রক্তের আল্পনা!

তৃষ্ণার্ত আত্মা;
ইশারায় ডেকে যায় আগামী প্রজন্ম-
যারা একটি শান্তিপ্রিয় নগরীর স্বপ্ন লালন করে দু’চোখে!

আমার অপেক্ষা-
একটি মুক্তির কবিতার!

// ক্ষুধার্ত শিশুর সুখ ভাবনা //

আমাদের পারমাণবিক ভাবনায়,
আন্তুঃআনবিক বৈষম্য-
বেড়ে যাচ্ছে প্রতিদিন।

স্বপ্নগুলো আজ বেছে নিল- সমান্তরাল পথ!

তাই,
পথে পথে ঘুরে বেড়ানো;
ক্ষুধার্ত শিশুটি তাকিয়ে আকাশ পথে-
উদাস দৃষ্টি জুড়ে খেলা করে, অনন্ত কৌতুহল।

ও এতোদিনে বুঝে নিয়েছে পৃথিবীর নিয়ম;
সুখী মানুষের- খিদে পায় না!

// মানুষকে মানুষ ভালবাসুক //

টিনের চালায় বৃষ্টির শব্দ;
মনে পড়ে- কুচকাওয়াজ।

পায়ে তাল রাখতে রাখতে-
আমরাও হারিয়ে যাই মিছিলে।

মেঘ কাটলে’ই- ফুরাবে আঁধার।

হয়ত,
একাকী দাঁড়িয়ে থাকা দেবদারু-
আমাদের ভুলে যাবে একদিন।

তবুও-
আলো ফুটুক;
রোঁদ হাসুক;
মানুষকে মানুষ ভালবাসুক।

Share.
Exit mobile version