স্বপ্ন
সৈয়দা নূরে কাছেদা

তুষার শুভ্র মেঘে ঢাকা আকাশ
এক অত্যাশ্চর্য ঘটনা অবাক
আমি হতবাক!
দেখি আকাশ থেকে শিউলি ঝরছে
কেউ কি শুনেছো কখনো
শিউলি বৃষ্টির কথা!
একি স্বপ্ন কথা!!

পদ্মার শীর্ণ দেহে রূপালী ধারা বইছে ধীরে
আর এক বিস্ময়কর ঘটনা নদী তীরে
দেখি পশ্চিম থেকে অঢেল জলরাশি আসছে।
হীরক চূর্ণের মতো বিচ্ছুরণ
নিথর দেহে আনে শিহরণ
আকস্মাৎ অবিরল ঢল নামার কথা!
একি গল্পকথা!!

শরৎ এর জারুল বন ঝাকরা পত্রপল্লব
হঠাৎ অবাক করা কলরব!
পল্লবের ফাকে ফাকে অগুনিত বাসন্তি ফুল।
একি কল্পনা দোদুল!
শরৎএ ফোটে কি বসন্তের ফুল!
এ কি সপ্নগাথা!!

এতো বিচিত্র বিস্ময়ে আমি বাকহীন বিহবল
পেথিডিনের আচছন্নতায় স্মৃতি বিস্মৃতি তল অতল
অনেক কষ্টে জড়ানো চোখ মেলি,নরম স্পর্শ
ছোট শিশু আখি মেলছে…….
ঐদিনই আমার পরী কন্যার
জন্ম হয়েছিল।।

Share.
Exit mobile version