মানুষ চাই
আফরোজা  রোজী

সেটা প্রাগৈতিহাসিক কাল
যখন দু’জনে হাত ধরে হাঁটতাম
বুভুক্ষুর মতন উষ্ণতা খুঁজতাম,
একমুঠো বাদামে দুপুর কাটাতাম
কাঁশবনে কাদার বুকে পা ফেলে বসতাম
নির্মল বাতাস ছিল তার সাক্ষী।
আজ কষ্ট হচ্ছে শ্বাস নিতে
অযত্নের আবর্জনার পাহাড় চারদিকে
অভিমানী ঝড়, ভিতরে গুমরানো কান্না
ফের ছুটে যেতে চাইছি সেই কাশবনে।
স্বার্থের ধরণী রং হারাচ্ছে ক্রমাগত
অধিবাসীদের অচেনা অবয়ব আর আচরণ।
ভালোবাসা নিঃস্ব হতে হতে রূপ নিয়েছে ফটোসেশনে,
নিষ্ঠুর প্রীতিহীনতা অলিন্দ নিলয় শাসন করছে।
এ গ্রহের জীবেরা নিজেরাই আজ এলিয়েন
অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চারদিকে
আমি কাশবনেই যেতে চাই যেখানে খুঁজে
পেয়েছিলাম মানুষ আর একগুচ্ছ কাশফুল।

অধ্যক্ষ,বানারীপাড়া ডিগ্রী কলেজ।

Share.
Exit mobile version