বিশেষ প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ৫ বারের এমপি শামসুর রহমান শরিফ ডিলুর গত ২ এপ্রিল মৃত্যুর কারনে এ আসনটি শুন্য হওয়ায় নতুন করে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ২৬ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে এ আসনের মনোনয়ন ফরম বিতরণ শেষ করেছে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। এ আসনে আওয়ামীলীগের ২৮ জন মনোনয়ন ফরম তুলেছেন।
বর্তমানে মনোনয়ন ফরম উত্তোলনকারীরা ঢাকাতেই অবস্থান করছেন।
এর কারন এই আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা এখনও প্রকাশ করেনি আওয়ামীলীগ।
এ জন্য পাবনা-ঈশ্বরদীসহ সাড়া জেলাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাবনা-৪ আসনের উপনির্বাচন নিয়ে।
আওয়ামীলীগের কেন্দ্রীয় আফিস সূত্র জানা যায়, বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলের দিকে এই মনোনয়ন ঘোষণা করা হতে পারে।
ইতিমধ্যেই সাবেক ভূমিমন্ত্রীর পরিবারের একাধিক সদস্য মনোনয়ন ফরম উত্তোলন করায় এ ঘটনা টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে আইনজীবী ও সাবেক সেনা কর্মকতা মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন।
মনোনয়নের বিষয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় অফিসের একটি বিশেষ সূত্র নিউজ পাবনা ডটকম পত্রিকাকে জানায়, এ আসনে এখন পর্যন্ত সিনিয়র নেতাদের অগ্রাধিকার বিবেচনা করছে আওয়ামীলীগ।
বিশেষ করে দু’জন সিনিয়র প্রার্থীকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
মনোনয়ন ফরমে মিথ্যা তথ্য সংযোজন করেছেন বলে অনেক নেতাকে আগেই বাতিলের খাতায় রাখা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
Share.
Exit mobile version