রাঙা প্রভাত ডেস্কঃ চট্টগ্রামের পতেঙ্গায় একটি বেসরকারি কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংকে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে বিস্ফোরণে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির হামিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ডিপোর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়।

তিনি বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Share.
Exit mobile version