মোঃ হোসেন আলী, কোটালিপাড়া (গোপালগঞ্জ) থেকেঃ- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাধীন কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজারের পশ্চিম পাশে রাধাগোবিন্দ আশ্রমের যাওর সড়কে বর্ষা মৌসুমে টানা কয়েকদিন বৃষ্টিতে অনেকাংশেই ডুবে গেছে সড়কটি।
স্থানীয় জনগণকে পোহাতে হচ্ছে প্রচন্ড দুর্ভোগ।
সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা রাজিব বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নির্মাণ করেন বিশাল বাঁশের সাঁকো। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রিয় ছাত্রনেতা সুকান্ত বৈদ্য, জনপ্রিয় ছাত্রনেতা রতন গাঙ্গুলী,জনপ্রিয় ছাত্রনেতা বিপ্লব বিশ্বাস, জনপ্রিয় ছাত্রনেতা পলাশ বিশ্বাস, জনপ্রিয় ছাত্রনেতা মৃদুল বিশ্বাস, জনপ্রিয় ছাত্রনেতা রাহুল ফলিয়া, জনপ্রিয় ছাত্রনেতা মিহির ঢালী, জনপ্রিয় ছাত্রনেতা কল্যাণ মজুমদার সহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মী।
ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন শুকনো মৌসুমে সমস্যা না হলেও বর্ষায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। স্থানীয় জনগণ দ্রুত এই সড়কটি নির্বিঘ্নে চলাচল উপযোগী করার দাবি জানান।
এ ব্যাপারে ছাত্রনেতা রাজিব বিশ্বাস বলেন, জাতির যেকোন দূর্যোগ-সংকটে ছাত্রলীগ বরাবরই সামনে থেকে নেতৃত্ব দেয় অতীত ইতিহাস তাই বলে। জনগণের ভোগান্তি লাঘবে মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নিয়েছি। মানুষ উপকৃত হলেই আমাদের পরিশ্রম সার্থক।