মোঃ হোসেন আলী, কোটালিপাড়া (গোপালগঞ্জ) থেকেঃ এসো সবাই মিলে মিসে দাবী আদায় এ কাজ করি এক সাথে। বাংলাদেশের বড় কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি প্রান আর এফ এল গ্রুপ এর গোপালগন্জ কোটালীপাড়ার সকল এস আর বা বিক্রয় কর্মী বৃন্দ, বুধবার (২ সেপ্টেম্ব) থেকে কাজ বন্দ করে দিয়েছে। বিক্রয় প্রতিনিধি মোঃ সাইদ, জাহিদ, শাওন, প্রদীপ, নুর আলম, বিনয় ফাইজুল, দের কাছে কারন জানতে চাইলে আটটা দাবী করেন। দাবী হল,
১/ মুল বেতন ১২০০০ হাজার টাকা,বাড়ি ভাড়া ৫০০০ হাজার টাকা, চিক্যসা ভাতা ১৫০০ টাকা, দুপুররে খাবার বাবদ মাসে ৩১২০ টাকা,টি, এ, মার্কট অনুযায়ী।
২/ সকল বিক্রয় প্রতিনিধির চাকুরি স্থীয় করতে হবে।
৩/সকল বিক্রয় প্রতিনিধির প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে।
৪/ কোন বিক্রয় প্রতিনিধি কে বাদ দিতে হলে ৩ মাসের বেতন দিতে হবে।
৫/ কর্মরত অবস্থায় কেহ মারা গেলে তাহার পরিবার কে
৫ লাখ টাকা দিতে হবে।
৬/ প্রতিটি ঈদের বোনাস বেতন সমান দিতে হবে।
৭/ সরকারি ছুটির দিন বন্দ থাকবে।
৮/ সকল বিক্রয় প্রতিনিধির বছরে ১০% বেতন বাড়াতে হবে।
এ সমস্ত বিষয় নিয়ে তারা মানব বন্দন ও আন্দলন করেন। বিক্রয় প্রতিনিধি দের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ কবির আহমেদ বলেন আপনাদের সমস্ত দাবী আমরা মেনে নিব,আপনারা যার যার কাজ করতে যান, আগামীকাল এর ভিতর সমাধান হবে বলে আস্বাশ দেন। তাতে বিক্রয় কর্মী বিশ্বাসী নয়। তাদের দাবী কোম্পানি চেয়ারম্যান সানি সাহেব তাদের লিখিত দিতে হবে। কোটালীপাড়া, ছাড়া ও টেকরহাট, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর আন্দোলন চলছে।