জেষ্ঠ্য প্রতিবেদক, বাবুগঞ্জ:- বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প (সিআরআরআইপি), অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা (পিআরএ) প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলজিইডি এর আয়োজনে কেদারপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন এর চেয়ারম্যান নুরে আলম ব্যাপারির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মন্নান হাওলাদার, যুগ্ন-সাধারন সস্পাদক খন্দকার কামাল হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, এলপিএস অফিসার ফাহিম তালুকদার, জুনিয়ার ফিল্ড ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম জমাদ্দার, পুর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাফর আলী, ইউপি সচিব ইউসুফ আলী দেওয়ান, মোঃ সাইদুর রহমান, মোঃ ফাইম প্রমুখ।
কর্মশালায় গ্রামীন অবকাঠামো উন্নয়নে অসহায় ও দুস্থ মহিলাদের কাজের বিষয় আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান , ইউপি সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গস্যমান্য ব্যক্তি, কৃষক প্রতিনিধি ও এলসিএস সদস্যরা উপস্থিত ছিলেন।।

Share.
Exit mobile version