“” পাগলি মেয়ে “”
– উৎপল চক্রবর্তী

রাস্তার কাছে পাগলি মেয়ে
শরীরের উৎকট গন্ধে এলাকা গেছে ছেয়ে।।
ওর কাছ থেকে হাটলে কেউ
নাক চেপে দেয় দৌড়,
ঐ দৌড় দেখে কুকুর ভয়ে করে ঘেউ-ঘেউ।।
এলাকার মানুষ ধর্ম প্রাণ বটে,
সন্ধ্যা নামলেই মন্দির মসজিদ গীর্জা প্যাগোডায়,
ধার্মিকের দল স্রোতের মতো ছোটে।
বাঃ কি সুন্দর অপরুপ দৃশ্য কোথায় খুঁজে পাই,
মনে হয় এমন দৃশ্য বিশ্বের আর কোথাও নাই,
কতো বয়ান কতো মন্ত্র ধার্মিকের মুখে উচ্চারিত হয়,
তার মাঝে নারী বিদ্বেষ তাদের পোশাক নিয়েও কতো কথা রয়।।
কিছু দিন পরে দেখা গেলো পাগলির গর্ভে একটি শিশু জন্ম নিল,
সবখানে এখন শিশুটির বাবা খোঁজা হলো
কেউ নিলো না ওর বাবার দায়
পাগলি তখন ওঠলো বলে আমার শরীরের উৎকট গন্ধে
তোদের ঈশ্বর এর প্রেমের হলো কি পরাজয়?

Share.
Exit mobile version