একটি পরিচিত সকাল

– বিজয় বিক্রম

এই সকাল টাকে –
কবে কোথায় যেন দেখেছি,
এমনই নির্মোহ শান্ত প্রকৃতি,
গ্রীষ্মের তাপদাহে হালকা হিমেল হাওয়া,
ভোরের পাখির কিচির মিচির ডাক,
নিঃসৃত নিরবতার মাঝে –
পাশের বাড়ির একটি দানুবে ফ্যানের –
গড় গড় শব্দ।
দূর থেকে ভেসে আসা একটি কাকের –
কা- কা ডাক।
জানালার বাহিরে একটি রেইনট্রি গাছের
লাল ফুল গুলোর হর্ষ দোলানী উৎসব।

ঠিক এরকমই একটি সকাল,
কবে কোথায় যেন দেখেছি।
এরম শহরের মগডালে কিংবা
কোন এক গায়ের নিভৃত পাদদেশে,
আজকের মতো সেদিনও শুনেছিলাম –
যখন চোখ বন্ধ করে কবিতার পংক্তি খুজি,
কে যেন ঘুরছে চারপাশে,
অতি সন্দর্পে প্রতি পদক্ষেপে,
নুপুরের রিনিঝিনি ধ্বনি।
সেদিনও শুনেছিলাম – একটি শিশুর চিতকার,
একটানা কান্না।
বাম কানে কতগুলো পাখির –
কলকল ঝগড়া।

এই সকালটাকে আরো একদিন দেখেছি,
কবে কোথায়- ঠিক মনে নেই।
টিউবওয়েল চাপার একটানা শব্দ,
উঠানে কারো ঘুম ভাংগা কন্ঠে –
স্বপ্নের ওকালতি।
স্মৃতির মাঝে হাতড়ে বেড়াই –
কেন এত পরিচিত এই সকালটা,
আর যেন কবে কোথায় দেখেছি –
ঠিক এরকমই একটি সকাল।

Share.
Exit mobile version