রাঙা প্রভাত  ডেস্কঃজাপানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘হেইশেন’ আঘাত হানতে যাচ্ছে। যার ফলে ইতোমধ্যেই দুই লক্ষাদিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় রোববার বিকালে ঘুর্ণিঝড়টি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানার কথা।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন’র এক আবহাওয়া বার্তায় ঘূর্ণিঝড়টিকে তিন মাত্রার বলে উল্লেখ করেছে। চলতি সপ্তাহে জাপানে দু’টি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এর আগে যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে তার নাম ছিল ‘মেইসাক’। ওই ঘূর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি চার মাত্রার। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় কমপক্ষে ১৩০ মাইল

রোববার জাপানের পূর্ব কিউসু এলাকায় অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি। অপরদিকে সোমবার এটি দক্ষিণ কোরিয়ায় আঘাত হানার কথা। এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারখানা, স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

 

Share.
Exit mobile version