বিরান
মিন্টু রায়

অনন্ত তৃষ্ণা আজ বাইরে ভিতরে,
দুঃখের সুকঠিন প্রাচীর ভাঙতে—
দুঃসাহসের ছেনি হাতুড়ি আজ ভোঁতা হয়েছে।

হৃদয়ে ঠাঁই নেয়া দু-এক মুঠো স্বতঃস্ফূর্ত যন্ত্রণা,
আজও তোমার হাস্যোজ্জ্বল মুখের স্নিগ্ধতা ফিরে পেতে সাহায্য করে।

মনে পরে……?
একদিন কপােলে অধর মিশিয়ে বলেছিলে —
ফাগুনের রাতে বাসন্তী রঙ শাড়ি পরে চিরবসন্তে ভাসিয়ে দিবে।
সেই বসন্ত আজ বড়ই অস্থির হয়েছে,
ফাগুন যেন কেবলই আগুন দিতেই প্রস্তুত।

নিজের সুখ বড় করে স্বর্গের দ্বার খুঁজতে তুমি শশব্যস্ত আজ,
আর আমি!
অতন্দ্র প্রহরীর মতো আজও তোমার প্রতীক্ষায় প্রতিটি মুহূর্তকে সম্মান করে চলি।

তোমার আগুনের যদি মুখাগ্নি হয়—
সে তো আমি ভালবাসার দান হিসেবেই নিব,
তবুও আপন ভূমি সন্ন্যাস হতে পরিত্রান চাই,
আজও কপোলে তোমারে স্পর্শসুখ অনুভবি — কপাল ভাঙার যন্ত্রণায়।

Share.
Exit mobile version