বিশেষ প্রতিনিধিঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসনের যৌথ্য অভিযানে সদর উপজেলার জালালপুরে সোমবার ০৭ সেপ্টেম্বর বিকেলে এম এস ল্যাবরেটরীজ ইউনানী এবং এম এস ফুড এন্ড বেভারেজ এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে যৌন উত্তেজক সিরাপ, ক্যামিকেল এবং মানব দেহের জন্য ক্ষতি কারক এস.এস পাউডার জব্দ করা হয় ।
এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বাজার জাত করার জন্য ঔষধ প্রশাসন আইন অনুযায়ী কারখানার সত্বাধীকারী মাহবুব আলমকে নগদ ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
সেই সাথে প্রায় ১কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালাক সুকর্ণ আহমেদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক আল কামাল এবং পুলিশ সদস্যবৃন্দ।

Share.
Exit mobile version