বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় আগুনে বসতবাড়ি পুড়ে সহায়হীন জালালের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পৌর মেয়র ও ভাঙ্গুড়া পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।
সোমবার ০৭ সেপ্টেম্বর রাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পৌর সদরের ৪ নং ওয়ার্ডের ওয়াবদারবাধ পাড়া এলাকার বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্থ জালালের হাতে ১৩ হাজার টাকা তুলে দেন পৌর মেয়র।
এতে করে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ভ্যানটি মোরামত করে আবার তিনি উপার্জন করতে সক্ষম হবেন।
উল্লেখ গত ৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে যায় উত্তর সারুটিয়ার বাধপাড়া এলাকার বাসিন্দা ও ভ্যানচালক জালাল উদ্দীনের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় তার একমাত্র উপার্জনের ভ্যানরিক্সা ।
এঘটনায় তার বাড়ির দুইটি ঘরসহ ঘরে রাখা জিনিসপত্র পুড়ে যায়। কিন্তু তার ভ্যানগাড়িটি ঘরের বাইরে রাখায় আংশিক পুড়ে নষ্ট হয়ে যায়।
খবর পেয়ে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।
এর পর তিনি সোমবার রাতে নিজে ক্ষতিগ্রস্থ জালালের বাড়িতে হাজির হয়ে পৌর সভার পক্ষ থেকে ১০ হাজার টাকা ও ব্যক্তিগত তাহবিল থেকে ৩ হাজার টাকা সহায়তা দেন।
এতে ক্ষতিগ্রস্থ পরিবার তার ভ্যানগাড়িটি মোরামত করে আবার তার পেশায় ফিরতে পাবরে।
এসময় তার সাথে ছিলেন ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে পথেবসা ভ্যানচালক জালালের পাশে মেয়র রাসেল
Previous Articleপাবনায় ভ্রাম্যমান অভিযানে ১০ লক্ষ টাকা জরিমানা ও মালামাল জব্দ
Next Article দ্বিতীয় সন্তান নেয়ার আগে যে চারটি বিষয় আপনি ভাববেন