শান্ত্বনা
শফিক আমিন

পেছন পথে হেঁটে যায় তৃষ্ণার জল !
এমনি ভাগ্য ঘিড়ে দৌড়াচ্ছি,
গন্তব্য জলের কাছে পৌঁছে দেখি –
ক্ষণকাল আগেই পুড়িয়ে গেছে অজানা আগুন;
অথচ তোমার ছিলো আগুনে ভয় !

ইচ্ছে তোমার, সুখ পাবে অনাগত বৃষ্টির আদরে, তুমি কষ্ট করে বৃষ্টির অপেক্ষা করো।

এখনও বোকা মনকে দেখাতে নিয়ে যাই বিগত সুখের পথ !
জেনে-শুনে অপেক্ষায় রাখি –
এই শিফটে এ্যাপ্রোণ নেই
নিশ্চয় সকালে গেছে …
অথবা বুঝাই –
পথতো একটাই, থাক না আজ
কাল দেখা যাবে …

Share.
Exit mobile version