না পোড়া কষ্ট
-জাকিয়া সুলতানা শিরীন

বছর মাস যুগ ধরে
দহন তাপে পুড়ে পুড়ে
একটু একটু করে জমেছে “কষ্ট “, জমেছেও বেশ খানিকটা।
অনেক দিনের পুরানো সম্পর্ক, তাই ভীষণ মায়া হচ্ছিল ওদের জন্য, ব্যাংক বীমা অফিস আদালতে অনেক ঘোরাঘুরি করলাম
জমা দেয়ার জন্য।
সবাই স্রেফ জানিয়ে দিল,’না ‘। ওগুলো অচল, বাতিল যোগ্য গচ্ছিত রাখা হয়না কখনো।

“সুখের বসবাস ওদের আলয়
নেয় না জমা তাই কষ্টের বলয়।”

সিদ্ধান্ত নিলাম প্রদীপ জ্বেলে পুড়িয়ে ফেলব,
প্রদীপ হেসে বলল
আমার নিচে ঘন অন্ধকার পারিনা ঘোচাতে জ্বেলে নিজের আলো কী করে তোমার কষ্ট পোড়াই বল …!!

Share.
Exit mobile version