তুমি কি সেই?
মিনতী রানী দাশ

আজি তোমার জন্মদিনে
তাকিয়ে তোমার মুখপানে
লাগছে দিধা তোমায় চিনতে
তুমি কি সেই?
কুরুক্ষেত্র দেখি নি আমি
দেখেছি প্রিয় জন্ম ভ’মি
শত্রু দ্বারা রুদ্ধ ছিল জমি
তুমি কি সেই?
জন্মেছিল কোন এক অর্জুন
মাতৃভু’মির খেয়েছে নুন
জীবন বাজিতে গাইবে তারই গুন
তুমি কি সেই?
রামচন্দ্র দেখি নি চোক্ষে
বিঁধল তীর ভাইয়ের বক্ষে
কেউ ছিল না নিজের পক্ষে
তুমি কি সেই?
দধিচী মুনি করেছে ত্যাগ
নিজের অস্থির দিয়েছে ভাগ
আদি পুরাণে রেখে গেছে তারই দাগ
তুমি কি সেই?
দেখিনি আমি কংসের শাসন
রক্তের জনদের করেছে হনন
রক্ষিতে স্বজন ধরে কৃষ্ণ রুপ ধারণ
তুমি কি সেই?
যীশু হল ক্রুস বিদ্ধ
ধর্ম রক্ষায় আপনি সিদ্ধ
আচরণে সে মরনেও স্নিগ্ধ
তুমি কি সেই?
পেয়ে ক্ষমতা অভয় বারতা
আপন শান্তির সুনিশ্চয়তা
পায়ে দলে তা এনেছ স্বাধীনতা।
তুমি কি সেই?

Share.
Exit mobile version