বিশেষ প্রতিনিধিঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- এই স্লোগান কে সামনে রেখে পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয় ০৯/০৯/২০২০ খ্রিঃ তারিখ বুধবার  ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে দুইদিন ব্যাপী বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা ও বিট রেজিস্টার বিতরণের উদ্বোধন করে।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত “স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর -২০২০ “এর আলোকে বিট পুলিশিং কি, কর্মকৌশল, বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, তদারকি অফিসারদের করণীয় ইত্যাদি সার্বিক বিষয়ে উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও পুলিশ সুপার মহোদয় বিভিন্ন থানা থেকে আগত বিট কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) শামিমা আক্তার, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version