রাঙা প্রভাত ডেস্কঃ চীন-ভারত সীমান্তে ওয়ার্নি শুটের পর এবার লাদাখের প্যাংগং হ্রদ এলাকায় কৌশলগতভাবে ভারতীয় সেনাবাহিনীর চৌকি দখলের চেষ্টা চালিয়েছে চীনা সেনারা। টানা তিন দিন চীনের পিপলস লিবারেশন আর্মি এমন তৎপরতা চালিয়েছে বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটি তাদের প্রতিবেদনে লিখেছে, গত কয়েক দিনে প্যাংগং হ্রদ এলাকায় চীনা সেনার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেনাবাহিনীর এক সিনিয়র অফিসার আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, দক্ষিণ প্যাংগং লেকের কাছে গুরুং হিল এবং রজাং লা হিলের মাঝামাঝি এলাকায় ভারতীয় সেনার চৌকি রয়েছে। চীন ওই চৌকিটি দখলের চেষ্টা করে যাচ্ছে।

সেনা অফিসার আরো বলেন, চৌকিটি দখলের প্রথম চেষ্টা হয়েছিল শুক্রবার। এরপর রোববার ও সোমবার বিকালে চীনা সেনারা আবারো ওই চৌকি দখলের চেষ্টা করে। পরে চীনা সেনাদের সতর্কবার্তা দিতে শূন্যে গুলি ছোঁড়ে ভারতীয় সেনারা।

জানা গেছে, ভারতের ওই সেনা চৌকিটি যদি চীন দখল করে নিতে পারে, তাহলে চীনের দিকে থাকা প্যাংগং লেকের অংশটির পুরো নিয়ন্ত্রণই বেইজিংয়ের হাতে চলে যাবে।

ভারতের দাবি, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। এ সময় ফাঁকা গুলি চালায় চীনের বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী

চীন অবশ্য দাবি করেছে, ভারতীয় সেনারা একতরফাভাবে এলএসি অতিক্রম করে ও গুলি ছোঁড়ে।

Share.
Exit mobile version