মুহাম্মদ সাঈদ ঃ চলমান করোনা পরিস্থিতিতে সবকিছুর পাশাপাশি মিউজিক অঙ্গনেও চলছে ব্যাপক ভাটি। মানুষের এমন দুঃসময়েও হাল ছাড়েনি এ সময়ের উদীয়মান সঙ্গীতশিল্পী বকুল দিশারী।

২০১৮ সালে মোঃ সাঈদ রহমানের লেখা ও শাহরিয়ার রাফাতের (রাফাত সুফিয়ানা) সঙ্গীতে তৈরী করেন বেহায়া মন গানটি,আর ব্যাপক সারা পান বাংলার মানুষের।

এবার তাঁর নতুন চমক আঞ্চলিক গানে। নিজের জন্ম বরিশালের বাবুগঞ্জে হওয়ায় তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় গান গেয়ে আবারও আলোচনায় আসছেন নতুন করে।

গান গুলোর শিরোনাম (মোগো বাড়ী বরিশালের বাবুগঞ্জ থানায়, মোগো দ্যাশে আইলে ভাইডি) দুটি গানের লিরিক্স ঝন্টু বৈদ্যের লেখা এবং (তালই জান ঘরে আছেন নি) গানটা বকুল দিশারীর নিজের লেখা। গানগুলো সাধারন মানুষ খুব সুন্দর ভাবে নিয়েছেন এবং শুনছেন। এ ছাড়াও তিনি কবি ও কথাসাহিত্যিক মুহাম্মদ সাঈদ এর লেখা বেশকিছু মরমী গানের সঙ্গীতায়োজন করেছেন।

এ বিষয় কথা হলে বকুল দিশারী জানান যতদিন বেঁচে আছি গান করে যাবো। সুর ছিটিয়ে দিতে চাই মানুষের মাঝে। আমি বিশ্বাস করি লক্ষ রোগের লক্ষ ঔষধ থাকলেও মনের রোগের মহা ঔষধ সুর যা সকলেরই প্রয়োজন।

Share.
Exit mobile version