বিশেষ প্রতিনিধিঃ একেতো এই করোনায় অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্য হুড়হুড় করে বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের নাকানিচোবানি খেয়ে দিনাতিপাত চলছে তার উপর আমদানিকৃত জিনিসপত্রের দাম বৃদ্ধি। যা নিয়ে নাজেহাল মধ্যবিত্ত বাঙালি ও।
দীর্ঘ দিন ধরে অন্যন্য কাঁচা শাকসবজির বাজারে আগুন তারপর আবার ডিমের দামও হাতের নাগালের বাইরে গরিব খেটে খাওয়া মানুষসহ পারছেনা ডিম ও কিনতে। জুলাই থেকে শুরু করে ডিমের দাম বাড়তে থাকে। দুই- তিন মাস ধরে চলতি ডিমের বাড়তি মুল্য যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। যার কারণে কপালে হাত নিম্নমানের খেটে খাওয়া মানুষের ।

উল্লেখ্য রবিবার ১৩ সেপ্টেম্বর দেশের পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম তবু নাকি অঞ্চল বেধে ৫-১০ টাকা প্রতিশত ডিমের উপর কম হয়েছে এ সপ্তাহে।
এর আগে প্রতি শত ডিমের দাম ৮০০-৮৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। যাকে বলে আকাশ ছোঁয়া দাম। প্রতি পিস ডিম সাড়ে ৮ থেকে ৯ টাকা। একটু গ্রামের দিকে তার মূল্য ১০ টাকা পর্যন্ত ।
এদিকে খামারিরা জানান যে পাট কাটা ধোয়ার মৌসুমে প্রতি বছর এরুপ ডিমের দাম বেড়েই যায়।

Share.
Exit mobile version