কালের প্রবাহ
—শ্রী রবীন্দ্রনাথ সরকার

কালের প্রবাহ চলছে বিরামহীন
অভিরত বেগবান নদীর স্রোতের মত।
কালের কাছে সকলের জীবন তরী বাধা
সবাই কালের চক্রে ঘুরছে অভিরত।
ঈশ্বর ছাড়া কালের উর্ধে কেহ নয়
বিশ্বব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে
কাল হলো ছায়ায় মত ঘুরছে সকলের পিছে পিছে।
সেই যে কবে কালের খেলা শুরু হয়েছিল
কোন প্রাচীন যুগ হতে
তার পর হতে কাল কেহ পারেনি থামাতে।
কাল হলো নবযৌবন
চির উদ্যাম নবীন কিশোর কাল কভু হয় না পুরাতন।
কালকে যে করছে যতন
সে পেয়েছে অমূল্য রতন।
কালকে ভালবেশে প্রকৃতিও সাজে
নব নব সাজে
সাজে কত নরনারী শতরুপা বিলাসিতার মাঝে।
কালের আবর্তে
জর জীব ও বৃক্ষরাজিরা হয়ে যায় কালের দিবস ও রজনী কালে ঘেরা
করছে সকলকে শাসন।
কাল তুমি আমায় ঘুরাতে ঘুরাতে
নিয়ে এসেছ এই সুন্দর মর্তলোকে
এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
পেয়েছি তোমারি আলোকে।
কাল তুমি মম জীবনবাসনে নিয়ে যাবে
কোন অজানা প্রবাসে
সেথায় কি গো চেতনা ও জ্ঞানের মাঝে
থাকব ঈশ্বরকে ভালোবেশে।
কাল তুমি জনমে জনমে পাঠিও এই মর্তে
কবি হতে এই বাংলা ভাষার মাঝে
সদা থাকব আমি মানুষের পাশে
সাহিত্যকে ভালবেশে।

Share.
Exit mobile version