রাঙা প্রভাত অনলাইন ডেস্কঃ ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলার একটি বাড়িতে পাকিস্তানি পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন। পাক কর্মকর্তারা তাদের ‌১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সব তথ্য ইসলামাবাদকে দেওয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডন আরো জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়। নয়াদিল্লির পাকিস্তান দূতাবাস বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনো ইসলামাবাদ অন্ধকারে রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগী পরিবারের মেয়ে শ্রীমতি মুখী এক লিখিত বক্তব্যে বাবা, মা ও পরিবারের অন্য সদস্যদের মৃত্যুর ঘটনায় নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইংয়ের (র) সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তানে গুপ্তচরবৃত্তিতে রাজি না হওয়ায় ভারতীয় গোয়েন্দারা তাদের হত্যা করে বলে অভিযোগ শ্রীমতি মুখীর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এ ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দুই দেশের সম্পর্কের আরো অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। নয়াদিল্লি পাকিস্তানি ওই পরিবারের সব সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ভারতীয় পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। ওই বাড়ির বেঁচে যাওয়া ছেলে কেওয়াল রামকে (৩৭) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Share.
Exit mobile version