বিপরীত
জেনিফার স্মৃতি
______________

হাসির আড়ালের অন্ধকার তোমার অদেখা হয়ত,
হয়ত অজানা, কিভাবে নিজেকে আঁধার করে
রাত কে আলোকিত করা হয়!

তোমার কবিতার শিরোনাম, শুধুই তুমি।
নিজের দুঃখ গুলো,
অন্যের মন জ্বালিয়ে দাও আহুতি!

কখনো যদি দেখতে, কিভাবে নির্বিকার আমরা,
পার করি দিনের পর দিন,
শতাব্দী সমান রাত শুধু,
নিজেকে ভুলবার প্রতিজ্ঞায়

আয়নায় আজকাল খুব অচেনা লাগে
একটা পরিচিত মুখ অচেনা
গল্পের শিরোনাম নিয়ে ব্যস্ত,

একি অন্যায় না!
অবিচার ও বলতে পারো,
তবে নিজের প্রতি

গুছানো কিছু মিথ্যাকে ভর করে
উইপোকা বাসা বেঁধেছে,
ডুবে যাবো না বলেই হয়ত,
কল্পনার তরী খুঁজে বেড়ায় সেই, দ্বীপ

যেখানে আমার চোখের জলের
রঙ নিয়ে কোন সন্দেহ থাকবে না,
জোর করে ভুলে যেতে হবে না অতিবাহিত
কিছু সুখের অরাজকতার নিকৃষ্ট ইতিহাস।

Share.
Exit mobile version