জীবন একটা ই
সুনীল কুমার বাড়ৈ

সময়টা পেরিয়ে গেল অজান্তে ই ;
জীবন আকাশে গোধূলীর বর্নচ্ছটা,
আধাঁরে হারিয়ে যাবার প্রবহমান সংকেত
যেমন হারায় সূ্র্য্য দিবসের মর্যাদা রাতের কবলে।
হয়তো সূর্য্যটা তার পেছন খুজবেনা,
সে দেখাবে তার ঊষার আলো, মধ্যাহ্নের প্রখরতা সায়াহ্নের উদারতা যা চলবে চক্রাবালে অনন্তকাল।

আর আমি মতান্তরে একজন্মা;
ক্ষণজন্মা নই যে আমার জীবন ইতিহাসের
পোষ্টমর্টেম হবে জানবে প্রজন্ম ।
বয়েস চোরা সময়ের ঘায়ে নাকাল আমি,
হারালাম ষাট টি বসন্ত
অজান্তে কেটেগেলশৈশব কেটেগেলকৈশর,
সুখের বসন্তে হল না হোলি খেলা,
বৃন্দাবনে বাজাঁলামনা কৃষ্ণের বাঁশি,
তারপরেও চলে গেল বসন্ত সংগোপনে মদির গন্ধ ছড়ায়ে।

সটান দেহআবরনে পড়েছে ভাঁজ,কমেছে দৃষ্টি সীমা, কালকেশে ধবল আবরণ
কমছে চিন্তন দক্ষতা, শরীর ব্যস্ত ব্যধি নিরাময়ে।
কি করেছি, কি করি নাই, কি করার ছিল, বিবেকের দহন জ্বালা জ্বালায় নিরবধি, বারে বারে মন ফিরে যেতে চায় শৈশবের ঠিকানায়।

সময়টা পেরিয়ে গেল অজান্তে ই ;
শুধু বুঝিনি আগে জীবন একটা ই।

Share.
Exit mobile version