রাঙা প্রভাত ডেস্কঃ রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর গুলশান ২ এর নগর ভবনের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডিএনসিসির ৪ টি এলাকা, প্রগতি স্মরণি, বনানী ১১, গুলশান এক ও গুলশান দুই এ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, যতদিন অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণ করা না হচ্ছে, ততোদিন এ অভিযান অব্যাহত থাকবে।।
কোন প্রভাবশালী কোম্পানিও এর থেকে রেহাই পাবে না জানিয়ে তিনি বলেন, পহেলা অক্টোবর থেকে ডিএনসিসি থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করা হবে। কোনভাবেই রাজধানীর সৌন্দর্য নষ্ট করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম।