রাঙা প্রভাত স্পোর্টস ডেস্কঃ টবাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ স্পিনার তাইজুল ইসলাম। তবে সীমিত ওভারের ক্রিকেটে খুব একটা জায়গা পান না তিনি। তাই এই বাঁ-হাতি স্পিনার নিজের বোলিং অ্যাকশন পরিবর্তন এনে তিন ফরম্যাটের দলে জায়গা পেতে চান।

জাতীয় দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির পরামর্শে আত্মবিশ্বাস পেয়েছেন তাইজুল। নতুন বোলিং অ্যাকশনের সঙ্গে মানিয়ে নিয়ে তিনি বলেন, ‘মূলত আমার আগের অ্যাকশনে অনেক সুবিধা ছিল। কিন্তু বৈচিত্র্য কম ছিল। নতুন বোলিং অ্যাকশন নিয়ে ভেট্টোরির সঙ্গে কথা বলেছি, তিনি অনেক ভালো পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে ফলও পাচ্ছি আমি। নতুন অ্যাকশনে বৈচিত্র্য এসেছে।’

অভিজ্ঞ এই স্পিনার আরো বলেন, ‘এখন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে পারছি। সময়ের সঙ্গে আত্মবিশ্বাস আরো বাড়বে বলে আশা করছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আবার মাঠে ফিরতে চান তাইজুল। অবশ্য সফরটি এখন অনিশ্চিত। এ ব্যাপারে তাইজুল বলেন, ‘খেলার বাইরে থাকাটা আমাদের জন্য বেশ কঠিন। আমরা সবসময় খেলতে পছন্দ করি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি হলে আমরা সবাই আবার মাঠে ফিরতে পারব।’

তাইজুল এখন পর্যন্ত ২৯ টেস্টে ১১৪ উইকেট শিকার করেছেন। এই ফরম্যাটে দেশের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। যদিও ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন তিনি। নয় ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেছেন তিনি। আর দুটি টি-টোয়েন্টিতে মাত্র এক উইকেট ঝুলিতে পুরেন তিনি।

বোলিং অ্যাকশন পরিবর্তন এনে তা মানিয়ে নেওয়া যেকোনো বোলারের জন্যই কঠিন। কিন্তু তিন ফরম্যাটে জায়গা পেতে অ্যাকশনের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছেন তাইজুল।

Share.
Exit mobile version