আমি মেয়ে আমি কন্যা

আহমেদ মিনি

আকাশের স্বর আমি,
বাতাসের ঝড় আমি,
জড়োসড়ো হৃদয়ের ভেঙে যাওয়া ডর আমি,
আমি ই ধুমকেতু, সাইক্লোন, বন্যা
আমি ধারীনা আর কারো ধর্না।
আমি মেয়ে আমি কন্যা।

আমি মা কালীর পাষানের মূর্তি,
আমি ধ্রুপদী, পান্ডবের শক্তি,
এবার আমাকেই আমি দেব মুক্তি,
মুছে দেব জং ধরা ভাবনা।
আমি মেয়ে আমি কন্যা

আমি ঘুনে ধরা চিন্তায় দেব সান,
আমি বিধাতাকে বিধান থেকে দেব ত্রান,
আমি চতুরের চাতুরীতে করবো স্নান,
প্রাণের আমি মহাপ্রাণপূর্না

Share.
Exit mobile version