বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকায় বোমার ফাটানোর ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টায় গ্রেপ্তার হওয়া যুবক।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এলাকায় বোমার ফাটানোর ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম আবু বকর (৩০) জানালেও তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের প্রাইম ব্যাংক লিমিটেডে এ ঘটনা ঘটে।

ব্যাংকের নিরাপত্তা কর্মী মো. শামীম জানান, আজ দুপুরের দিকে প্রাইম ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় এক যুবক ব্যাগ নিয়ে ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে ঢোকেন। পরে তাঁর ব্যাগে বোমা রয়েছে এবং সেটি বিস্ফোরণ ঘটনোর ভয় দেখিয়ে তাঁর কাছে মোটা অংকের টাকা দাবি করেন। বোমার ফাটানোর হুমকির কথা শুনে পুরো ব্যাংকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই যুবককে কৌশলে ব্যাংকের ভেতরে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, পুলিশ ওই যুবককে আটক করে কৌশলে ব্যাগটি তাঁর কাছ থেকে নিয়ে নেয়। তাঁকে বাসন থানা পুলিশ নিয়ে যায়। এরপর ঢাকায় বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। ওই ব্যাগে একটি ইমপ্রোভাইড এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) ছিল। দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা সিটি কাউন্টার টেরিরিজম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের টিম ব্যাংকে পৌঁছায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে শাপলা ম্যানশনের সামনে ব্যাগে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।

ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া আরো বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

এদিকে, এ ঘটনায় ব্যাংক ম্যানেজার সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Share.
Exit mobile version