কামরুল হাসান সোহাগ, সহ সম্পাদকঃ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া টানা দুই মেয়াদে (১০ বছর) দ্বায়িত্ব পালনকালে বাকেরগঞ্জ পৌরসভায় উন্নয়নের রেকর্ড গড়েছেন। বাকেরগঞ্জ কে পৌরসভা ঘোষণার পর হতে বাকেরগঞ্জ পৌরসভার এটি উন্নয়নের রেকর্ড। বাকেরগঞ্জ পৌরসভা সূত্রে এমন তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সম্পন্ন হওয়া উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প সমুহুর মধ্যে রয়েছে- পৌরসভার নতুন সড়ক নির্মান। পুরাতন সড়ক পুনঃনির্মান। পুল কালভার্ট নির্মান। নতুন ড্রেন নির্মান। সড়কে বাতি স্থাপন। রেকর্ড সংখ্যক অসহায় ও দুস্থ মানুষদের সরকারি বিভিন্ন সহায়তা প্রকল্পের (বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দি ভাতা) আওতায় নিয়ে আসা। নতুন পৌরভবন নির্মান। তার সময়েই বাকেরগঞ্জ পৌরসভা ৩য় শ্রেনী হতে ১ম শ্রেনীতে উন্নিত হয়। বানিজ্য সম্প্রসারনের লক্ষ্যে  সিনেমা হল সংলগ্ন আধুনিক পৌর সুপার মার্কেট নির্মান। বাকেরগঞ্জ বাসস্টপ সংলগ্ন পৌর মার্কেট নির্মান। পৌরসভার আওতাধীন সকল নাকরিকদের বাসগৃহে প্রবেশের ব্যাক্তিগত সড়ক নির্মান। ধর্মীয় উপাসনালয় (মসজিদ-মন্দির) নির্মান ও উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ প্রদান। বাকেরগঞ্জ উপজেলায় মডেল মসজিদ নির্মান (চলমান)। পৌরসভা অফিস সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মিতি স্তম্ভ নির্মান। নাগরিকদের নিরাপদ সুপেয় পানিয় জল সরবরাহ নিশ্চিতে অগনিত গভীর নলকুপ স্থাপন ও পাইপ লাইনের মাধ্যমে বাসগৃহে নিরাপদ সুপেয় পানিয় জল সরবরাহ। এছারাও অসংখ্য উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
জানতে চাইলে পৌর মেয়র লোকমান ডাকুয়া বলেন, ‘ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে    বর্তমান সরকার জনগণের সরকার, উন্নয়নের সরকার’। চলমান উন্নয়ন প্রকল্প সমুহ যখন শতভাগ বাস্তবায়ন হবে তখন বাকেরগঞ্জ পৌরসভা হবে দেশের অন্যতম সমৃদ্ধ পৌরসভা।
Share.
Exit mobile version