মৌলভীবাজার প্রতিনিধি :- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নাহার পুঞ্জি  ১নং, নাহারপুঞ্জি ২নং, ৬নং হোসনাবাদ,লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষা কেন্দ্রের (প্রাথমিক বিদ্যালয়) আসবাবপত্র সরবরাহ ও মেরামত কাজ বাবদ নগদ অর্থ বিতরন অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব,ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক ও উপজেলা আওয়ামীলীগের নেতৃর্বৃন্দ।
এসময় নগদ অর্থ সহায়তা বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৪টি পুঞ্জির স্কুল ঘরের জন্য ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা মান্ত্রীর (প্রধান) হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
Share.
Exit mobile version