বিনোদন ডেস্কঃ “নবাব এলএলবি”ছবির শুটিংয়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে শুটিং শুরু করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করছেন তিনি। শুটিং সেটে বসেই মুঠোফোনে স্পর্শিয়া জানালেন তাঁর বর্তমান ও আগামী দিনের কাজের কথা।
করোনাকালের সঙ্গনিরোধ শেষে দীর্ঘদিন পর ক্যামেরা সামনে দাঁড়ালেন? কেমন লাগছে নতুন স্বাভাবিকে শুটিং করতে?
আমার ১০ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ক্যামেরার সামনে দাঁড়ালে আমার ভেতর সব সময় একই রকম অনুভূতি কাজ করে। আমি নার্ভাস ফিল করি। কিন্তু বিরতির পর কাজে ফিরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে জীবন ফিরে পেলাম।

নবাব এলএলবি ছবির শুটিংয়ে যোগ দেওয়ার মধ্য দিয়ে শুটিং শুরু করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া
ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন। নবাব এলএলবি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা এ পর্যন্ত কেমন ছিল?
শাকিব খানের সঙ্গে অভিনয় নিয়ে খুবই রোমাঞ্চিত ছিলাম। ছবিতে আমার চরিত্রের নাম শুভ্রা। তার ব্যাপারে এখনই সব ফাঁস করতে চাইছি না। শুধু বলব, ‘শুভ্রা’ হওয়ার জন্য আমাকে অনেক রোগা হতে হয়েছে। চরিত্র ধারণের জন্য আমাকে প্রচুর খবর আর তথ্যচিত্র দেখতে হয়েছে। লম্বা সময় পড়াশোনা করতে হয়েছে।

একটার পর একটা কাজ করছেন অর্চিতা স্পর্শিয়া
বছর তিনেক আগে বলেছিলেন, চলচ্চিত্র ছাড়া অন্য কিছুতে যুক্ত হতে চান না। এখন তো চলচ্চিত্রের নির্মাণই কমে গেছে। থেমে আছে প্রেক্ষাগৃহে চলচ্চিত্রের প্রদর্শনী। এখনো কি আগের অবস্থানেই থাকছেন?
আমার বিবেচনায় তো কাজ কম হচ্ছে না। আমি একটার পর একটা কাজ করছি। চাইলেও সিদ্ধান্ত থেকে সরতে পারব না। আমার হাতে এখন অনেক কাজ।

প্রযোজনাও করতে চান অর্চিতা
শুনেছি আপনি চলচ্চিত্র প্রযোজনাও করতে যাচ্ছেন। প্রযোজক স্পর্শিয়ার ছবিতে নায়ক কে থাকবেন?
সেটা গল্প এবং চরিত্রই বলে দেবে। চরিত্রের জন্য যিনি যোগ্য, তাঁকেই নেওয়া হবে। তবে এই বছর কাজ শুরু করছি না, এটা নিশ্চিত।

নাটক স্পর্শিয়াকে একদমই টানে না
নাটকে ফিরতে মন টানে না?
নাটক আমাকে একদমই টানে না। এ কারণেই তো নাটক থেকে বের হয়ে এসেছি।

আগামী ৫ বছর বিয়ে নিয়ে ভাবছেন না স্পর্শিয়া
বিয়ে নিয়ে কী ভাবছেন?
আপাতত আগামী ৫ বছর বিয়ে নিয়ে ভাবছি না। একা থাকা খুব উপভোগ করছি। এখন আমি ক্যারিয়ার নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত। বিয়ে তো একদিন করতেই হবে। তবে আগামী পাঁচ বছরের জন্য বিয়েকে না বলেছি। অতটা বয়স আমার হয়নি। ৩০ হতে এখনো অনেক বাকি!

Share.
Exit mobile version