বিশেষ প্রতিনিধি।। পাবনার টেবুনিয়া রেলস্টেশনের কাছাকাছি ট্রেনে কাটা পড়ে রাসেল হোসেন (২০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে টেবুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো: তসলিম প্রামানিকের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত ১৫ দিন আগে পাবনার মালিগাছায় বিয়ে করেছে রাসেল।
ঘটনার দিন সকালে টেবুনিয়া রেলস্টেশনের দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী যাত্রীবাহী আন্তঃনগর ৭৭৯ ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নীচে কাটা পড়ে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Share.
Exit mobile version