রাঙা প্রভাত ডেস্কঃ করোনার সংক্রমণের কারণে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তাই কবে ও কীভাবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসবেন।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ সভা হবে।

বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়। বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করে সূচিও ঠিক করার কথা রয়েছে।

Share.
Exit mobile version