চিন্তা করো ভাই
আবদুস শুকুর আলী মল্লিক

ধন বড় নয় মান বড়
মানুষ বড় নয় চরিত্র বড়।
ধর্ম আগে না মানুষ আগে
এখন সবাই চিন্তা করো।

কলম শক্তি না লেখক শক্তি
মা বাবাকে করো ভক্তি ।
আপনজন কাকে বলবে
তোমার ভালো যে চাইবে ।

ভালোলাগা ক্ষণিক মোহ
যেও না ওপথে কেহ ।
বন্ধুত্বের বয়স নাই —
প্রেমের কোন ধর্ম নাই।

প্লাস্টিক প্রেম চলছে খুব
যে পাচ্ছে না তার দুখ।
ফোনেতেই হচ্ছে সুখ
সব করছে তোমার মুখ।

কলিকালের এই তো ব্যথা
ফেসবুকেতে মিথ্যা কথা ।
ভালোবাসা-প্রেম সহবাস
বলছে সব কথার কথা।

লেখকঃ জেলাঃ পূর্ববর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

Share.
Exit mobile version