আমার গেরিলাদুঃখগুলো
-স্বপ্নীল ফিরোজ

বুলেটের আঘাতে একজন মুক্তিযোদ্ধার যে হৃদপিণ্ড
‘৭১ এ ছিদ্র হয়েছিল সেখানে যে ব্যথা ছিল, তার চেয়ে
ঢেরবেশি ছিল রক্তের দাগের গৌরব।

আজ তুমি-আমি এই লাল-সবুজ পতাকাটি কেন পারছি
না একসাথে স্যালুট করতে? আমি পঁচে গলে গেছি?
আমার শরীরে রক্তের উৎকট গন্ধ? আমি জানি, মাটিই
আমার একমাত্র প্রেমিকা।

পৃথিবীর সমস্ত প্রাণীর মৃতদেহ গ্রহণ করে যে মাটি তার
শরীরে কোন গন্ধ নেই, সে আমাকে ফিরিয়ে দেবে না।
আমার গেরিলাদুঃখগুলো ঝড়ের আগে বাতাসের মতো
অর্ধনমিত পতাকার নিচে আত্মগোপনে থাক।

হে আমার দীর্ঘশ্বাস, তুমি পদ্মা-মেঘনা-যমুনার ঢেউ হয়ে
আত্মগৌরব নিয়ে হাজার বছর বেঁচে থাক। মনে রেখো-
কোন এক মাটির শরীরে তুমি প্রেম হয়ে জন্মেছিলে!

তা-নাহলে রাস্তায় রাস্তায় গ্রেনেড-রাইফেল হাতে এই
স্বাধীনতার ভাস্কর্যগুলো কখনোই নির্মিত হতো না।
তোমার আঙুলের তলায় আমার অশ্রুর ভাষা জমা
থাক বুলেটের চেম্বারে।

লেখকঃ টেক্সাস,মার্কিন যুক্তরাষ্ট্র।

Share.
Exit mobile version