বিশেষ প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলামের উদ্যোগে উপজেলা সদরের বোয়ালমারী বাজার সংলগ্ন ইছামতি নদীতে শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস,
সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শীলা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ: হাকিম।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাঁথিয়া পৌর সভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক।
উদ্বোধনী দিনে যে দুটি নৌকা বিজয়ী হয়, তা হলো উপজেলার বিলমহিষা গ্রামের বাংলার রকেট ও পৌরসভার হেঙ্গুয়া গ্রামের মায়ের দোয়া।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকেই নদীর দু’পাড়ে উৎসুক জনতার ঢল নামে।
নদীর দুই পাড় কানায় কানায় নারী ও পুরুষের উপস্থিতিতে মুখরিত সারাক্ষণ ।
সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভউদ্বোধন
Previous Articleমৌলভীবাজার জুড়ীতে মাদকসহ ব্যবসায়ি আটক
Next Article শ্যামনগর থানা পুলিশের অভিযানে ১১জন আসামী গ্রেপ্তার