স্মৃতিচারণ
আহসান হাবিব
তারিখঃ ৬/৫/১৯ ইং
_____________________
শুধু দিন মাস নয় ফেলে আসা নয়টি বছর পরে
ফিরে এলে দেখা হলো গাঁয়ের সন্ধ্যা নদীর বাঁকে।
যেখানে রয়েছে তোমার আমার শৈশবের
কতই না ভালোবাসাময় জীবনের স্মৃতি।

জীবন চলার শুরু থেকেই বন্ধুত্ব ও ভালোবাসার
সম্পর্কের মধ্য দিয়ে কাটিয়েছি কত বেলা।
বিধাতার নিয়ম ও বাস্তবতা হঠাৎ ঝড়ের বেগে
জীবন থেকে জীবনকে করেছে আরেক প্রান্ত।

স্মৃতিময় দিন গুলির কথা আসে যখন স্বরণে
কী ছিলে জীবনে তুমি সে কথা ভেবেই মন কাঁদে।
ক্ষণিকের এই সময়টুকু তোমাকে কাছে পেয়ে
বারবার ইচ্ছে হয় বলি ভালোবাসি তোমায় থেকে যাও এই গাঁয়ে৷

—-

ফরিয়াদ
আহসান হাবিব
_____________________

দৃষ্টি দিয়ে সৃষ্টি দেখি
শোকর নাইতো ভাই
করলেন যিনি সৃষ্টি সবি
তার তুলনা নাই!

যার কারণে আমরা হলাম
সৃষ্টির সেরা মানব
লক্ষ্য ভুলে আমরা সবাই
যাচ্ছি হয়ে দানব!

দুই দিনেরই মোহে পরে
যাচ্ছি ভুলে সব
দুই জাহানের মালিক জিনি
তিনি আমার রব!

না বুঝে তাই করি আমি
পাহাড় সমান ভুল
তুমি আল্লাহ ক্ষমা করে
জীবন করো ফুল!

এসো সবাই তাওবা করে
নেকির খাতা ভরি
এই ফরিয়াদ খোদার কাছে
সর্বদা যে করি!

—-

“আমার গাঁয়ের সন্ধ্যা নদী”
আহসান হাবিব
____________________________
আমাদের ছোট নদী নাম যার সন্ধ্যা নদী
গ্রামের কূলঘেসে চলছে বয়ে বয়ে
যখনই যাই ছুটে আমি ভাবি তখন বসে বসে
স্মৃতির সেই দিগুলো আসে তখন স্বরণে।

কি ছিলো অপরাধ আমার মাতৃ মহোদয়ের
নিয়েছে কেড়ে সবকিছুই তার হুংকারে
একথাই আমার আজ পড়ে মনেতে
দেখতে কতোনা শান্ত এই সন্ধ্যা নদী।

জোয়ারের টানেই যেনো করে সব ক্ষতি
সুফলা- শস্য শ্যামল কেড়ে নিয়ে তুমি হওনি শান্ত
অবশেষে কেড়ে নিলে নানা -নানীর জমিটুকু
পাইনি খুঁজে আমি তাদের কবর।

সর্বনাশা সন্ধ্যা নদী এইকি তোমার বিচার
সবকিছুই পার তুমি সবকিছুই তাই কর
জোয়ারের পরে ভাটা আসে কতনো খেলা কর
তবুও তুমি গর্ব মোদের তুমিই যে সন্ধ্যা নদী।

___

ভালোবাসার নীল কষ্ট

আহসান হাবীব

আমি কেঁদে কেঁদে নিজের চোখের জ্বলে
নিজেই ভেসে যাবো দূর কোনো এক অজানায়,
একদিন বুঝবে তুমিও খুঁজবে আমায়
কাঁদবে অঝরে তবুও পাবে না কোথাও।

আমি দূর থেকে শুভ কামনার হাত বাড়াবো
হৃদয় থেকে বিলিয়ে দিবো অফুরান প্রীতি তোমাকে
আজ সব ভালোবাসা বুকে নিয়ে মরছি ধুকে ধুকে আমি ছুটেছি মনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

তুমি ভুল করেও পিছু ডেকো না কখনও আমায় আমিতো তোমার ভুলের কাছেই নিজেকে শপেছি বিলিয়ে দিয়েছিলাম এই মন প্রাণ শুধু তোমায়
শূন্য হাতে ফিরিয়ে দিলে তোমার জীবন থেকে।

আমি ভুলিবো না ভুলিবো না তোমায় কখনও
স্মরণে থাকিবে তুমি হৃদয়ের মধ্যমনি কোঠায় তোমার স্মৃতিরা বসত করবে আমার জীবনে
আমি তা নিয়েই সুখে থাকবো মৃত্যুর অপেক্ষায়।

আমি বড়ই ক্লান্ত সামান্য কথার ছলে কষ্ট পেয়ে ভুল বুঝে হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো সেই কথার দাবিদার আমি কখনোই ছিলাম না।

এভাবেই জীবনের সবটুকু আশা ভরসা আর স্বপ্ন আমার বুকের মধ্যে মাটি চাপা দিয়ে আছে মিশে
আমিও হারিয়ে যাবো কোন এক অচেনা দেশে যেখানে আমার মতো ছেলেরা ভালোবাসার জন্য অমর হয়েছে।

Share.
Exit mobile version