ঠিকানা বিহীন পথ
-ফিরোজ কবীর
পিচ ঢালা এই রাস্তাটা বয়ে চলেছে অজানায়।
প্রতিদিন কতশত মানুষ ছুটে চলেছে –
বড় বড় গাড়ি নিমিষেই হারিয়ে যায় অবলীলায়।
প্রত্যেকের -ই একটা নিদৃষ্ট ঠিকানা থাকে –
আচ্ছা বলতে পারো আমার ঠিকানা কোথায়?
প্রতিদিন আমি অপেক্ষায় থাকি কেউ আমাকে নিয়ে যাবে –
আমার অপেক্ষার প্রহর বুঝি শেষ হবার নয়!
গতকাল একজন এসেছিল বলে ছিলো নিয়ে যাবে
কিন্তু যখন সে বুঝলো এই পৃথিবীতে –
আমার কেউ নেই,আমি বড়-ই একা
তখন সে নিঃশব্দে পালিয়ে গেলো।
এতে আমি দুঃখ পায়নি, বিচলিত হয়ে পথও হারায়নি –
আমার রাজ্যে আমিই রাজা।
এই যে আকাশ পৃথিবী নক্ষত্র সবই একই বৃত্তে আবর্তিত, সেখানে কেবল আমিই অর্বাচীন।।
মনের সাথে যুদ্ধ করে এগিয়ে চলেছি অবিরাম –
হারতে আমি শিখিনি,এই পথই আমায় পৌছে দেবে
আপন ঠিকানায়,আপন কোন খানে।।
চাওয়া পাওয়ায় আমার কোন বিশালতা নেই-
কিন্তু আমি বাচতে চাই আমার মতো করে।
এই চাওয়াটা কি আমার জন্য বড়ই বেমানান -?
নাকি আমি ও আর পাচ জন রক্ত মাংসে গড়া
মানুষের মতো-ই মানুষ।
এই পথ আমাকে অনেক কিছুই শিখিয়েছে –
আমি হেরে যেতে চাই না,হারতে আমি আসিনি।
এই সমাজের রং বে-রংয়ের মানুষের কাছে –
প্রতিদিন কিছু না কিছু শিখেছি।।
আমি এখনো অপেক্ষায় বসে আছি –
কেউ না কেউ এসে আমায় নিয়ে যাবে বহুদূর।
আমার আশার পালে প্রত্যহ-ই বাতাস লাগে-
আমি ও আশায় বুক বাধি,কেউ না কেউ আমায় নিয়ে যাবে।
একজন এসেছিল চুপিসারে, যখন সে এসে দেখলো আমি নিঃস্ব সর্বশান্ত, তখন সে চলে গেলো
নিরবে -নিঃশব্দে একাকি।
এখন এই পথ-ই আমার কাঙ্খিত আঙিনা-
সেই আমাকে পৌছে দেবে আপন ঠিকানায়-।।
লেখকঃ অফিসার ইনচার্জ
শিবালয় থানা, মানিকগঞ্জ।