বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগরে ইউনিয়নের পাগলার পুল থেকে ভাঙ্গারমুখ খেয়াঘাট ও বটতলা থেকে এনায়েত মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য মানুষ এ পথে যাতায়াত করেন। সড়কটি যোগাযোগের পূর্ণ উপযোগী না থাকায় অনেক আগেই বন্ধ হয়ে গেছে ভাঙ্গারমুখ – লাশঘাটা খেয়াটি। পারাপারে হচ্ছে সমস্যা।

পাগলার পুল থেকে ভাঙ্গারমুখ ও বটতলা থেকে এনায়েত মেম্বারের বাড়ি পর্যন্ত, প্রায় দু’বছর আগে রাস্তার কার্পেটিং এর কাজ শুরু হয়। বালু এবং খোয়া বিছানোর পরে, প্রায় দু’বছর হয় রাস্তার কাজটি বন্ধ রয়েছে। যার কারণে বৃষ্টি হলেই পাকা সড়কের মধ্যেই পানি জমে থাকে। কোন ভ্যান-রিকশা তখন এই পথে আসতে চায় না। যারা পায়ে হেঁটে চলেন তারাও রাস্তা বাদ দিয়ে রাস্তার পাশ দিয়ে চলাচল করেন।

রাস্তায় ইটের খোয়া উঁচু-নিচু থাকায় ভ্যানের প্রচন্ড ঝাঁকুনি খেতে হয় যাত্রীদের। ফলে অসুস্থ ব্যাক্তি আরও অসুস্থ হয়ে পড়েন।

উক্ত রাস্তার কার্পেটিং এর কাজটি যাতে তাড়াতাড়ি শেষ হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখকঃ আজিজুল হক, পেশাঃ শিক্ষক।  জাহাঙ্গীর নগর, বাবুগঞ্জ, বরিশাল।    

Share.
Exit mobile version