অনলাইন ডেস্কঃ আজ সোমবার ২১ সেপ্টেম্বর থেকে ‘ককেশাস-২০২০’ যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক অঞ্চলে এ মহড়া চলছে। শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনারাও অংশ নিচ্ছে।

‘ককেশাস-২০২০’ মহড়ায় সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য অংশ নেবে বলে এর আগে জানিয়েছে রাশিয়া। এতে আড়াইশ’ ট্যাংক, সাড়ে চারশ’ সাজোয়া যান এবং দুইশ’টি আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নেবে।

কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে মহড়ায় যোগ দেবে ইরানের বিভিন্ন যুদ্ধযান। প্রায় ৬০টি রুশ সামরিক পরিবহন বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাবে।

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Share.
Exit mobile version