স্পোর্ট ডেস্কঃ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৬ জনের দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দীর্ঘদিন অনুশীলন ও  বাছাই পর্বের ম্যাচের পর তাদের নির্বাচন করে বোর্ড। বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও একটি নির্ভরযোগ্য সূত্র এই ১৬ জনের দলটির কথা দৈনিক রাঙা প্রভাত কে নিশ্চিত করেছে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বর্তমানে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাঠে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জেতে বাংলাদেশ। তাই বর্তমানে এই দলটিকে নিয়ে বিসিবির পরিকল্পনা রয়েছে। এ জন্য করোনাকালের মধ্যেই ৪৫ জনের একটি বড় দল গঠন করে বিকেএসপিতে ক্যাম্প শুরু করে। এই ৪৫ জন থেকে ১৬ জনকে বাছাই করে ক্রিকেট বোর্ড। আরও দুই-একজনকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

দলে ডাক পাচ্ছেন যারা : নাঈমুর রহমান, আরিফ আহমেদ অনিক, সানজিদুর রহমান, এমজে আর বিজয়, বায়জিদ মিয়া, শাহরিয়ার আলম মাহিন, আশিকুর রহমান আশিক, আহসান হাবীব, ফারদিন খান, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরেজ নাবিল, গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মুশফিকুর হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, অনিক সরকার সেতু।

Share.
Exit mobile version