বিশেষ প্রতিবেদক।।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের ওপারে ভারতীয় সীমানা রেখায় বিএসএফের গুলিতে নিহতের ১৬ দিন পর বাদশার লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ।
তেলকুপি গ্রামের একটি গোরস্তানে বাদশার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার বিকেল ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির উদ্যোগে বাংলাদেশ পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা ও ভারতীয় পুলিশের পক্ষে ছিলেন মালদার কালিয়াচক থানার উপ-পরিদর্শক (এসআই) রামচন্দ্র সাহা। এর আগে ৫ সেপ্টেম্বর রাতে সীমান্তের প্রায় ১’শ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে তেলকুপি মাঠ এলাকায় সীমান্তের ১৮০/৪ এস ও ১৮০/৩ এস এর মধ্যে বিএসএফের গুলিতে নিহত হন বাদশা। পরে লাশটি নিজেদের হেফাজতে নিয়ে যান বিএসএফের সদস্যরা।

৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান, ভারতীয় পুলিশ তাদের নিজস্ব প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি করায় লাশ ফেরত পেতে দেরি হয়েছে। শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রামের একটি গোরস্তানে বাদশার দাফন সম্পন্ন হয়েছে।

Share.
Exit mobile version