বিশেষ প্রতিনিধি।। পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল লতিফ মোল্লা (৩১) নামের এক পশু চিকিসৎকের মৃত্যু হয়েছে।
তিনি মাশুমদিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের মিছলী মোল্লার ছেলে।
আজ বুধবার ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে আমিনপুর থানার পুরান মাশুমদিয়া রেল ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পশু চিকিৎসক আব্দুল লতিফ মোল্লা প্রতিদিন মোটরসাইকেলে তার তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়েকে একটি মক্তবে পৌঁছে দেন। মেয়েকে পৌছে দিয়ে আজ বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে রেল লাইন পাড় হওয়ার সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিনপুর থানার (ওসি) তদন্ত খাইরুল ইসলাম ট্রেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর শনিবার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের নান্দিয়ারা রেল গেটের নিকট গোলেজান বেগম (৭৮) নামের এক বৃদ্ধার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।
এর ২ দিন আগে গত ১৭ সেপ্টেম্বর পাবনার টেবুনিয়ায় একই ট্রেনের ধাক্কায় রাসেল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়।
পাবনায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
Previous Articleপাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Next Article দেশে কোনো দিনও রাতে ভোট হয়নি: পাবনায় সি ই সি