রাঙা প্রভাত ডেস্কঃ প্রবাসীদের জন্য আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। আর শ্রমিকদের ভ্রমণ নিশ্চিতে বিশেষ ফ্লাইটের অনুমতি দিয়েছে সৌদি সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ৪টি বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সৌদি সরকার আমাদের অনুরোধের প্রেক্ষিতে নিচের সিদ্ধান্তগুলো নিয়েছে-
★আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।
★বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট ৪ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
★ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে। যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলী মেনে কনসুলার সেবা প্রদান করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, রোববার থেকে দেয়া হবে নতুন ভিসা।
এছাড়া ১৬ ও ১৭ মার্চের রিয়াদ ও জেদ্দার যাত্রীরা ২৬ ও ২৭ সেপ্টেম্বরের বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিটের পেছনে ছুটেছেন সৌদিপ্রবাসী শ্রমিকরা। দফায়-দফায় সড়ক অবরোধ আর মন্ত্রণালয়ে ছুটোছুটি করে আকুতি জানিয়েছেন টিকিটের জন্য।
এমন পরিস্থিতিতে দেশে আটকেপড়াদের কাজের অনুমতিপত্র ও ভিসার মেয়াদ বাড়াতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ। ওই চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

Share.
Exit mobile version